সেখ সামসুদ্দিন,
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের দশ বছরের কাজের খতিয়ান তুলে ধরতে তৃণমূল রিপোর্ট কার্ড নিয়ে বঙ্গধ্বনি যাত্রার সূচনা হয়েছিল গত ১১ ডিসেম্বর। মেমারি বিধানসভা তথা মেমারি ১ ব্লকের নিমো থেকে বঙ্গধ্বনি যাত্রা শুরু করে মেমারি শহরের মধ্য দিয়ে জিটিরোড চকদিঘী মোড়ে শেষ হয়েছিল। বঙ্গধ্বনি যাত্রার মধ্য দিয়ে দলীয় কাজের খতিয়ানের পাশাপাশি দলের সর্বস্তরের নেতৃত্বের মধ্যে ঐক্যের চেহারা তুলে ধরাও ছিল অন্যতম লক্ষ্য। ২৮ ডিসেম্বর বঙ্গধ্বনি যাত্রা প্রচার কর্মসূচির সমাপ্তি হল মেমারি ১ ব্লকের নিমো ২ অঞ্চলের কেন্না থেকে শুরু করে মেমারি চকদিঘি মোড় পর্যন্ত মহামিছিল করে। উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক নার্গিস বেগম, মেমারি ১ ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, মেমারি শহর সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী, সহ সভাপতি আশিষ ঘোষদস্তিদার, মেমারি পুর প্রশাসক স্বপন বিষয়ী সহ সকল শাখা সংগঠনের নেতৃত্ব। বঙ্গধ্বনি যাত্রা মেমারি বিধানসভা এলাকায় যে তিনটি টিমে ভাগ করে শুরু হয়েছিল সেই তিনটে টিম একযোগে সমাপ্ত করল।