সাধন মন্ডল,
শুরু হলো ছত্রিশতম তম বাঁকুড়া জেলা বইমেলা। আজ রবিবার বিকেলে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বইমেলার সূচণা করেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেব নারায়ন বন্দোপাধ্যায়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা, বাঁকুড়া জেলা শাসক এস অরুণ প্রসাদ, বাঁকুড়া পৌরসভার প্রশাসক অলকা সেন মজুমদার, প্রশাসক মন্ডলীর সদস্য দিলীপ আগরওয়াল, বিধায়ক শম্পা দরিপা, অতিরিক্ত জেলা শাসক প্রলয় রায়চৌধুরী সহ বিশিষ্ট মানুষজন। অন্যান্য বছরের তুলনায় এবারের মেলা অনেকটা ছোট এবারের মেলায় 50 টি প্রকাশনা সংস্থা হাজির হয়েছেন। জেলার ক্ষুদ্র পত্র পত্রিকার জন্য বইমেলা কর্তৃপক্ষ একটি স্টল দিয়েছেন সেখানেই জেলার ক্ষুব্ধ পত্রপত্রিকার সাংবাদিক সম্পাদক গন তাদের পত্র-পত্রিকার সম্ভার নিয়ে হাজির থাকবেন। বই মেলা কর্তৃপক্ষ জানিয়েছেন করোনা পরিস্হিতিতে সমস্ত রকম ব্যবস্থা মেনে বইমেলা চলবে আগামী পয়লা জানুয়ারি পর্যন্ত।