আমিরুল ইসলাম ,
মঙ্গলকোটের কোয়ারপুর জনকল্যাণ সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও শীতবস্ত্র বিতরণ।
করোনার পরিস্থিতিতে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে সেই কথা চিন্তা করে মঙ্গলকোটের মাঝীগ্রাম অঞ্চলের কোয়ারপুর জনকল্যান সংঘের উদ্যোগে স্বেচ্ছায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আজ।
পাশাপাশি শীতের কথা মাথায় রেখে দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করছে এই ক্লাব।
ক্লাবের উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ।
এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন, মঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মিথুন ঘোষ, জেলা পরিষদের ভূমি কর্মদক্ষ শ্যামা প্রসন্ন লোহার, গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধবী ঘোষ,উপপ্রধান বশির উদ্দিন আহমেদ, পঞ্চায়েত সদস্য বাণীব্রত রায়, বিশিষ্ট সমাজসেবী শান্ত সরকার, লাল্টু শেখ ও মিহির ঘোষ।
ক্লাবের সভাপতি অমিত অমিতাভ রায় চৌধুরী জানান এ বছর পঞ্চম বছরে পা দিল আমাদের এই রক্তদান শিবির, 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করছেন এই রক্ত আমরা কাটোয়া হসপিটাল হাতে তুলে দেব। পাশাপাশি প্রায় ৮০ জন দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করলাম।
141 12,89,834