সেখ নিজাম আলম
সাপের কামড়ে মৃত্যু – সাপের কামড়ে মৃত্যু হলো এক ব্যক্তির
সাপের কামড়ে মৃত্যু হলো প্রদীপ সাপুই নামে এক ব্যক্তির, ঘটনাটি ঘটেছে বুদবুদের নতুনপল্লীতে।জানা যায় ওই ব্যক্তি গতকাল ঘরের মধ্যে ইঁদুর তাড়াতে যান তখন ই প্রদীপ সাপুই কে একটি সাপে কামরায় তড়িঘড়ি করে মানকর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি ঘটলে প্রদীপ সাপুই কে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় যাওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।চিকিৎসার গাফিলতির জন্য এই মৃত্যু বলে অভিযোগ স্থানীয়দের,অভিযোগ অস্কীকার হাসপাতাল কর্তৃপক্ষের।