তুমি আর তুমি নেই,
হাফিজুর রহমান,
তুমি আমি পাশাপাশি বসে, নেই
হাতে হাত রেখে, নেই
চোখে চোখ রেখে, নেই
মুখোমুখি হাসি,
কথা বলাবলি, নেই।
তবুও ফার্ন গাছের মাথার মত
কুঁকড়ে যাই বুকের দিকে,
হৃদয় তল্লাশি করে দেখি তুমি আছো,
আর বাকি কিছু নেই;
তোমাকে দেখেই বুঝি তুমি আর―
তুমি নেই, তোমাতে আমিও নেই।
কবি পরিচিতি:
কবি হাফিজুর রহমান। জন্ম ১৯৯৯ সালের ২২ ডিসেম্বর। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙা ২ নম্বর ব্লকের ছেঁড়ামারি গ্রামে।
স্থানীয় পাটাকামারী রাজেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণের পর কলকাতা পাড়ি দেন। সেখানেই বিএসসি তৃতীয় বর্ষের ছাত্র। তিনি শব্দ নিয়ে খেলতে খেলতে প্রতিদিন হারিয়ে যান দূরে কোথাও, ধূসর ও রঙিন কোথাও।