বীরভূম : বোলপুরে জেলা প্রশাসনিক বৈঠকে যোগ দিতে আজ বোলপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে জন্য সমস্ত ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গীতালি সংস্কৃতি অঙ্গনে প্রশাসনিক সভার জন্য সাজানো হয়েছে মঞ্চ।
খায়রুল আনাম সদাইপুর থানার দুর্লভপুর গ্রাম থেকে উদ্ধার করা হলো আট ফুট লম্বা একটি ময়াল সাপ। সাপটিকে দেখতে পেয়ে গ্রামবাসীরা খবর দেন সর্প বিশারদ দীনবন্ধু বিশ্বাসকে। সাপটি সুস্থই রয়েছে। দীনবন্ধুবাবু সাপটিকে নিয়ে গিয়ে ছেড়ে দেন গভীর জঙ্গলে। 104 12,89,834 Post Views: 233
জ্যোতিপ্রকাশ মুখার্জি পূর্ব প্রতিশ্রুতি মত গত ২৯ শে আগষ্ট পূর্ব বর্ধমানের রসিকপুরের স্বেচ্ছাসেবী সংস্থা ‘টিম উড়ান’ এর সদস্য সামিম সরকার, সেখ পিকু, সেখ ইয়াসিন, ফারহিন হালদার, জারিন ইয়াসমিনরা শাঁখারি পুকুর এলাকার ৫০ টি দুস্থ শিশুর প্রত্যেকের হাতে চারটি করে খাতা, ড্রয়িং খাতা, রঙের বাক্স, পেন্সিল বাক্স, রবার, পেন, সার্পনার, চকলেট, মাস্ক ও স্যানিটাইজার তুলে দেয়।শিশু […]