সুরজ প্রসাদ ,
রাজ্যে থেকে জেলা, সর্বত্রই চলছে দলবদলের খেলা। তার প্রভাব দেখাগেলো পূর্ব বর্ধমান জেলাতেও। জেলা যুব তৃনমূলের হাত ধরে তৃনমূলে যোগ দিলো জনাদশেক যুব বিজেপি নেতা ও কর্মীরা। বর্ধমানের তেলিপুকুরে তৃনমূল পার্টি অফিসে হয় এই যোগদান পর্ব।এবিষয়ে জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও সর্বভারতীয় যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দেখে বিভিন্ন দল থেকে যুবকেরা তৃনমূলে আসছে। আগামী দিনে দলে দলে বিজেপির পদাধিকারী নেতা ও কর্মীরা যোগদান করবে।
117 12,89,834