তৃণমূল কংগ্রেসের আরেকটি পদে সংযুক্ত হলেন রাজ্যের মন্ত্রী তথা আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক মলয় ঘটক।
কাজল মিত্র
:- শুক্রবার রাজ্য স্তর রাজনৈতিক রদবদল হবার পর মুখ্যমন্ত্রী তথা রাজ্যের নেত্রী মমতা ব্যানার্জি সিদ্ধান্ত নেন আসানসোলের মলয় ঘটক কে চেয়ারম্যান করার। এই খবর ছড়িয়ে পড়তেই আসানসোলে খুশির হাওয়ার সাথে সাথে তৃণমূল কর্মীরা খুশিতে উচ্ছাস হয়ে পড়েন।এই খুশিতে শুক্রবার আসানসোল শহরে
আইএনটিটিইউসি সংগঠনের পক্ষ থেকে একটি মিছিল করা হয়। এই মিছিলে নেতৃত্ব দেন আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়া। মিছিল করার পর সবাইকে মিষ্টিমুখ করান এদিন। তাই রবিবার মলয় ঘটকের আবাসন কার্যালয় একটি সম্বর্ধনা অনুষ্ঠান করা হয়। আসানসোল মোটর ভিকেলস সংগঠনের পক্ষ থেকে নেতৃত্ব দেন রাজু আলুওয়ালিয়া। এই সম্বর্ধনা অনুষ্ঠানে একটি বিশাল আকারের মালা বানানো হয় সে মালা পরিয়ে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কে মালা পরিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। আইএনটিটিইউসি নেতা আলু আলিয়ার বক্তব্য আগামী বিধানসভা পাখির শখ করে সিপিএম ও বিজেপিকে উৎখাত করতে চেয়ারম্যান পদে যোগ করেছেন। আমরা মুখ্যমন্ত্রী কে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি।