সাধন মন্ডল ,
সারা ভারতের মেলা গুলির মধ্যে অনন্য স্থান করে নিয়েছে বিষ্ণুপুর মেলা। সেই বিষ্ণুপুর মেলার 33 তম বর্ষের মেলা শুরু হলো আজ। মেলার শুরুতেই বিষ্ণুপুর স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বিষ্ণুপুর বাজার পরিক্রমা করে মেলা প্রাঙ্গণে এসে হাজির হয়।শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু সহ বিভিন্ন আধিকারিক বৃন্দ ও অগণিত মেলা প্রেমী মানুষজন। 33 তম বিষ্ণুপুর মেলা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা। সহযোগিতায় ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, বাঁকুড়া জেলা শাসক এস অরুণ প্রসাদ বিষ্ণুপুর মহকুমা শাসক, বিষ্ণুপুর পৌরসভার প্রশাসক বৃন্দ সহ অতিথিবৃন্দ।
97 12,89,834