শ্যামল রায় ,
রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ – এর প্রস্তাবিত উপ-শাখা কেন্দ্র নবদ্বীপ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির দাতব্য চিকিৎসালয় ও অতিথি নিবাস এর শুভ উদ্বোধন অনুষ্ঠান
বুধবার শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী প্রেমানন্দজী মহারাজের পুণ্য আবির্ভাব তিথিতে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ এর প্রস্তাবিত উপ-শাখা কেন্দ্র নবদ্বীপ শ্রীশ্রী রামকৃষ্ণ সেবা সমিতির দাতব্য চিকিৎসালয় ও অতিথি নিবাস – এর ভার্চুয়াল মাধ্যমে শুভ দ্বারোদ্ঘাটন করলেন পূজনীয় স্বামী সুবীরানন্দজী মহারাজ , সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ । উপস্থিত ছিলেন পূজনীয় স্বামী অমরেশ্বরানন্দ ,ভারপ্রাপ্ত মহারাজ, নবদ্বীপ শ্রীশ্রী রামকৃষ্ণ সেবা সমিতি, নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা মহাশয় ও নবদ্বীপের মাননীয় পুরপ্রশাসক বিমান কৃষ্ণ সাহা মহাশয় । বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ।পূজনীয় স্বামী সুবীরানন্দজী মহারাজের প্রেরিত আশীর্বাণী প্রদানের মাধ্যমে শুভ উদ্বোধন সম্পন্ন হয় । তারপর উদ্বোধনী ভাষণ দেন ডঃ শিহরণ চক্রবর্তী , সহ-সভাপতি, শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি ।এরপর মাননীয় বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা মহাশয় সকলের উদ্দেশ্যে মূল্যবান বক্তৃতা দেন । সমাপ্তি ভাষণে স্বামী অমরেশ্বরানন্দজী বলেন স্বামী বিবেকানন্দের ” শিব জ্ঞানে জীব সেবা “এই বাণীকে মাথায় রেখেই আজকের এই দাতব্য চিকিৎসালয় ও অতিথি নিবাস এর শুভ দ্বারোদ্ঘাটন । মনজ্ঞ এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সেবা সমিতির পরিচালন সমিতির সদস্য সব্যসাচী মন্ডল । জানান
- দেবাঞ্জন সাহা, সহ-সম্পাদক, শ্রীশ্রীরামকৃষ্ণ সেবা সমিতি, নবদ্বীপ ।
93 12,89,834