সেখ নিজাম আলম ,
পানাগড়ের nuvoc/Emami কোম্পানীর বিরুদ্ধে ট্রাক এ্যাসোসিয়েশনের মালিকরা ধর্মঘট করলেন কোটা বাইপাশে। এ্যাসোসিয়েশনের সম্পাদক জ্যোতির্ময় বাগ্দী জানান, লরীর ভাড়া না বাড়ালে এই ধর্মঘট লাগাতার চলতে থাকবে। একতাবদ্ধ হয়ে পোস্টার চিটিয়ে এই ধর্মঘট করা হয়। প্রতিদিন এই কারখানা থেকে শত শত লরী লোর্ড হয়। কিন্তু ভাড়া ঠিকমত না পেয়ে কারখানার মালিককে অভিযোগ করা হয়েছিল। ফল না হওয়ার জন্য আজ থেকে লরী মালিকরা ধর্মঘটে সামিল হলেন।
153 12,89,834