সেখ সামসুদ্দিন ,
স্বর্গীয় নিতাই চাঁদ সাহা ও স্বর্গীয় শৈলেন্দ্রনাথ মল্লিক নক আউট ৮ দলীয় ফুটবল প্রতিযোগিতা শুরু হয় গন্তার বিবেকানন্দ মেমোরিয়াল স্মৃতি ফুটবল মাঠে। মাঠে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীল ঘোষ, সোমনাথ চট্টোপাধ্যায়, ভবানী প্রসাদ ঘোষ, নারায়ণ চন্দ্র মোদক, নারায়ণ চন্দ্র সাহা, রাম চন্দ্র মন্ডল, সুবল চন্দ্র নন্দী, গন্তার বি এম উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও পঞ্চায়েত সমিতির সদস্য নিত্যানন্দ ব্যানার্জী, শিক্ষক নেতা মৃন্ময় ঘোষ, সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন, বাগিলা গ্রাম পঞ্চায়েত সদস্য প্রলয় পাল, ক্লাব সভাপতি কুমুদরঞ্জন সাহা, কার্যকরী সভাপতি মধুসূদন মল্লিক, সম্পাদক সৌমিত্র চ্যাটার্জী সহ সদস্যবৃন্দ। এদিন প্রতিদ্বন্দ্বিতা করে বাঁশবেড়িয়া শঙ্খ নগর মিলন সমিতি ও দেবীপুর উন্মেষ সংঘ এবং টাইবেকারে জয়ী হয় বাঁশবেড়িয়া টিম। আগামী রবিবার প্রতিদ্বন্দ্বিতা করবে মেমারি থানা ও সরঢ়া একাদশ বলে জানান কর্মকর্তাগণ।