মোর্তজা আহমেদ,
দেওয়াল লিখন কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদীয়ার শান্তিপুরে।তৃণমূলের বিরুদ্ধে ভোট দিলে রক্তগঙ্গা বইবে সকালে হঠাৎই শান্তিপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বেশ কয়েকটি দেওয়ালে তৃণমূল নেতা মনোজ সরকারের নাম করে কে বা কারা রাতের অন্ধকারে দেওয়াল লেখে। তৃণমূলের বিরুদ্ধে ভোট দিলে রক্তগঙ্গা বইবে এমনকি শ্রাদ্ধের জন্য তৈরি থাকতে বলে হুমকি দিয়ে দেওয়াল লেখা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি তৃণমূল কংগ্রেসকে বদনাম করতেই এমন পথ অবলম্বন করা হয়েছে। এই কাজ তৃণমূলের না। অন্যদিকে বিজেপি স্থানীয় নেতৃত্বের দাবি ২০২১ এর বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসবে বিজেপি তাই তার আগে বিজেপির কর্মী সমর্থকদের ভয় দেখাতেই এমন পথ অবলম্বন করেছে তৃণমূল।
121 12,89,834