সাধন মন্ডল , করোনার কারণে দীর্ঘ প্রায় আট মাস ধরে বন্ধ থাকার পর আবার শুরু হল বিষ্ণুপুরের পোড়ামাটির হাট। বিষ্ণুপুর শহরে জোড় মন্দির সংলগ্ন মাঠে এই হাট নিয়মিত চলছিল। পর্যটকদের আনাগোনায় জমে উঠেছিল হাট ফলে এলাকার বিভিন্ন শিল্পের সাথে যুক্ত শিল্পীরা তাদের শিল্পসামগ্রী হাটে বিক্রি করতে পারতেন। কিন্তু মহামারী করোনার ফলে মার্চ মাস থেকে বন্ধ […]
গোপাল দেবনাথ, ।গত ৩০ অক্টোবর করোনা আবহে স্বাস্থ্য সচেনতা শিবির, স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ করলেন পঃ বঃ তঃ জাঃ আদিবাসী সমাজকল্যান সংস্থা, নিউব্যারাকপুর আম্বেদকর ফাউন্ডেশন এবং আম্বেদকর কালচারাল কলেজ।সহযোগীতায়- রাজলক্ষী ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। বর্তমান করোনা অতিমারী পরিস্থিতিতে সারা বিশ্বের মানুষ জর্জরিত সেখানে এই মানবিক প্রচেষ্টার সাথী হয়েছেন অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী এবং […]