সাধন মন্ডল ,
দুয়ারে সরকার প্রকল্পে ও বঙ্গধ্বনি যাত্রায় জঙ্গলমহলের গ্রামে গ্রামে ঘুরলেন সভাধিপতি, বিধায়ক থেকে শুরু করে জেলা ও ব্লক তৃণমূল নেতৃত্ব। শনিবার সারেঙ্গা ব্লকের গড়গড়িয়া অঞ্চলের সীতারামপুর গ্রামে হাজির হলে আদিবাসী প্রথায় অতিথিদের বরণ করে নেন গ্রামবাসীরা। অতিথি বরণের পর তারা গ্রামের মানুষের কাছে তুলে ধরেন বর্তমান মা মাটি মানুষের সরকারের দশবছরের কার্যক্রম। মানুষের সাথে মানুষের পাশে মমতা ব্যানার্জি এই কথা বলে সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু বলেনএকটি শিশুর জন্ম গ্রহণের শুরু থেকে এক বৃদ্ধ বা বৃদ্ধার মৃত্যুর সময় পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রকল্প রয়েছে। তা থেকে মানুষ সুবিধা ভোগ করছেন। আগামী দিনেও এই সুবিধা থাকবে তাই ভুল পথে পা না বাড়িয়ে মমতা ব্যানার্জির পাশে থাকুন আমরা আপনাদের পাশে আছি। কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী শিক্ষাশ্রী জয় জোহার বার্ধক্য ভাতা পেনশন সহ নানান প্রকল্পের কথা তুলে ধরেন উপস্থিত মানুষের কাছে বলেন দুয়ারে সরকার প্রকল্পে আপনাদের দুয়ারে পৌঁছে যাচ্ছে বিভিন্ন পরিষেবা নিয়ে। তাই প্রতিটি পঞ্চায়েত এলাকার বিভিন্ন দিনে যে শিবিরগুলো হচ্ছে তাতে আপনারা হাজির হবেন এবং আপনাদের প্রাপ্য অধিকার সেখান থেকে বুঝে নেবেন। আপনারা যেমন ভোট দিয়ে সরকার প্রতিষ্ঠা করেছেন সরকারও আপনাদের উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞ। বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু বলেন বিগত বাম সরকার আমাদের উন্নয়নের নামে ছেলেখেলা করেছে। আজ উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে মা-মাটি-মানুষের সরকার। উন্নয়নের গতি অব্যাহত রাখতে আগামী 2021 এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক গৌতম বিশ্বাস,সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আল্পনা লোহার সহ বিশিষ্ট নেতৃবৃন্দ।