এ কেমন তোমার মন,
শ্যামল রায়,
এ কেমন তোমার মন
ভুলে ভুলে থাকো সর্বক্ষণ
এ কেমন তোমার মন
পড়েনা মনে একটু খানি
কতইনা স্মৃতিকথা।
প্রথম চুম্বনের কথা
কাছাকাছি আসা
আল ভেঙে সবুজ ছায়া খুঁজে নেওয়া
সবটাই কি বৃথা!
এ কেমন তোমার মন?
ছুটির বিনোদনে
কতইনা খুনসুটি
তোমার সম্মতি ছিল সর্বদা
আজ মনে হয় তোমার কি দশ হাত,
ভুলে যাচ্ছো ক্ষণে ক্ষণে
হৃদয় থেকে ঢেলে দেওয়া স্মৃতি কথা
কপূর হয়ে যাচ্ছে কেন?
অথচ তোমাকে ঘিরে আমার
স্বপ্ন দেখা ,তাপ নিয়ে বেঁচে থাকা
অথচ তুমি ভুলে থাকো কেন?
স্বাদবদল এ এসেছে কি কেউ?
তাই ভুলে থাকছো
আমাকে মরুভূমিতে শুয়ে রেখে?
এ কেমন তোমার মন,
হৃদয় নিংড়ে ভালোবাসা দাও
যতদিন বাঁচবো স্মৃতিতে তোমাকে রেখে।