আসানসোল এর বুকে উদ্বোধন হল বিদ্যাসাগর আর্ট গ্যালারি ।
কাজল মিত্র,
:/আসানসোল রবীন্দ্র ভবনের নিকট এসবিআই ব্যাংকের সামনে আসানসোল বিদ্যাসাগর আর্ট গ্যালারীতে মোমের ভাস্কর্যগুলির একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। শনিবার সন্ধ্যায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের শ্রম ও আইন বিচারমন্ত্রী মলয় ঘটক। এই প্রদর্শনীর মূল বিষয় হ’ল প্রয়াত অভিনেতা সৌমিত্র চ্যাটার্জির মোমের মূর্তি। প্রথমবারের মতো এই মূর্তিটির উদ্বোধন করা হয়েছিল। শিল্পী সুশান্ত রায় বলেন যে সৌমিত্র চ্যাটার্জির মূর্তি এর আগে কেউ রাখেনি। তবে আমি দুঃখ বোধ করছি যে আমি এই প্রতিমা সৌমিত্র চ্যাটার্জীকে দেখাতে পারছি না। সুশান্ত সিং রাজপুত, অমিতাভ বচ্চন, স্বামী বিবেকানন্দ এবং অন্যান্য সেলিব্রিটিদের মূর্তিও প্রদর্শনীতে রাখা হয়েছে। প্রদর্শনীতে প্রচুর ভিড় ছিল। এদিন এই প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাসোল দক্ষিণের বিধায়ক কাম আড্ডার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, রামকৃষ্ণ মিশন স্বামী সৌমত্বনন্দজি মহারাজ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
125 12,89,834