সুরজ প্রসাদ ,
বুধবার রাতে সমাজসেবামূলক সংস্থার কর্নধার বিনোদ সাউকে তৃনমূলের কিছু লোকজন বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ। ঘটনাটি বর্ধমানের ১নং ওয়ার্ডের লক্ষীপুরমাঠ এলাকার। আশঙ্কাজনক অবস্থায় বিনোদ সাউ কে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়।শুক্রবার তাকে বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। মারধরের ঘটনা নিয়ে বিনোদ বাবুর স্ত্রী গীতা সাউ বর্ধমান থানায় সুরিন্দর শর্মা, তার দুই ছেলে সহ সাতজনের বিরুদ্ধে আফ.আই.আর দায়ের করেন। সাউ পরিবারের অভিযোগ পুলিশ দোষীদের গ্রেপ্তার করছে না। শনিবার বিকালে সাত দোষীকে গ্রেপ্তারের দাবীতে সাউ পরিবার সহ এলাকাবাসী বিক্ষোভ দেখায় বর্ধমান থানার সামনে