জ্যোতিপ্রকাশ মুখার্জি,
উন্নয়ন ও জনসংযোগ যদি নির্বাচনে জয়লাভের মূলমন্ত্র হয় তাহলে নিজ বিধানসভা এলাকায় বিরোধী বিজেপি, কংগ্রেস ও সিপিএমের থেকে অনেক এগিয়ে পূর্ব বর্ধমানের আউসগ্রামের তৃণমূল বিধায়ক অভেদানন্দ থাণ্ডার। ‘বঙ্গধ্বনি যাত্রা’- কে সফল করার জন্য দলের পক্ষ থেকে প্রকাশিত গত দশ বছরের সাফল্যের ‘রিপোর্ট কার্ড’ হাতে নিয়ে গত তিন দিন ধরে নিজ বিধানসভা এলাকার বিভিন্ন অঞ্চলের একাধিক গ্রাম কার্যত চষে বেড়ালেন বিধায়ক। প্রবল ঠাণ্ডা উপেক্ষা করে সকাল ৯ টা বাজতে না বাজতেই দলীয় নেতা-কর্মীদের সঙ্গী করে প্রতিদিন ৫-৭ কিমি: হেঁটে বিধায়ক বিল্বগ্রাম, বেরেণ্ডা, দেবসালা, ভেদিয়া, অমরপুর প্রভৃতি অঞ্চলের কয়রাপুর, ভাদা, করঞ্জি, কুরুম্বা, দেবসালা, পরিশা, ভুয়েরা, মৌখিরা, কালিকাপুর প্রভৃতি গ্রামের হাজার হাজার মানুষের মুখোমুখি হন। তাদের সামনে তুলে ধরেন দলের সাফল্য। একইসঙ্গে সংশ্লিষ্ট গ্রামগুলিতে আরও কি কি কাজ করতে হবে তাও মনোযোগ দিয়ে শোনেন। এলাকার দায়িত্ব প্রাপ্ত সঙ্গী নেতাদের সেগুলি ‘নোট’ করে দ্রুত সমাধান করার পরামর্শ দেন।
বিধায়কের সঙ্গে ব্লক নেতা রামকৃষ্ণ ঘোষ, সেখ আব্দুল লালন, সৈয়দ আলি মির্জা,শ্যামল বক্সি সহ স্হানীয় নেতা-কর্মীরা থাকতেন।
চোখের সামনে বিধায়ককে পেয়ে দ্বারিয়াপুরের প্রবীণা ক্ষমা চ্যাটার্জ্জী তার ভূয়সী প্রশংসা করেন।
বিধায়ক বলেন – দলীয় কর্মসূচি ‘বঙ্গধ্বনি যাত্রা’ সফল করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। যেভাবে মানুষ আমাদের পাশে দাঁড়াচ্ছে তাতে আমরা উৎসাহিত হচ্ছি। অতীতের মত আগামী দিনেও আমরা মানুষের পাশে থাকব।
142 12,89,834