সাধন মন্ডল ,
ফুলকুসমা গ্রাম পঞ্চায়েত এলাকায় এম জি এন আর ই জি এস এর কাজ সরেজমিনে দেখতে হাজির হয়েছিলেন রায়পুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রঞ্জন সর্দার। জঙ্গলমহলের ফুলকুসমা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় যে সমস্ত ফল, ফুল ও বনসৃজন তৈরি করা হয়েছে সেগুলি পরিদর্শন করে বিডিও রঞ্জন সর্দার বলেন এখানে এম জি এন আর ই জি এস এর কাজ ভালো হয়েছে আগামী দিনে এই এলাকায় আরো কি কি করা যায় তা নিয়ে ফুলকুসমা গ্রাম পঞ্চায়েত প্রধান অরুণ কুমার গরাই, পঞ্চায়েত নির্মাণ সহায়ক ও স্থানীয় নেতৃত্বে সাথে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। ফুলকুসমা গ্রাম পঞ্চায়েত প্রধান অরুণকুমার গরাই বলেন আমাদের এলাকায় বেশ কয়েক বিঘা জুড়ে গোলাপ ফুল ও কলাবাগান করা হয়েছে তবে গোলাপের চাহিদা না থাকায় চাষীরা মার খাচ্ছে। প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি যাতে এই এলাকার গোলাপ বাজারজাত করা যায় তার ব্যবস্থা গ্রহণ করার জন্য। বিডিও রঞ্জন সর্দার বলেন আগামী দিনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
98 12,89,834