জুলফিকার আলি ,
ফের দল ছাড়ছেন হলদিয়ার সিপিএমের বিধায়ক তাপসী মন্ডল এবং ভগবানপুরের তৃণমূল নেতা হারুন রশিদ (বাবুলাল)।
দাবি, অন্যদিকে হলদিয়ার সিপিএমের বিধায়ক তাপসী মন্ডল শনিবার অমিত শাহর হাত ধরে বিজেপিতে যাচ্ছেন, অন্যদিকে ভগবানপুরের তৃণমূল নেতা হারুন রশিদ বিজেপির পতাকা ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে।
এভাবে শাসকদলে একের পর এক ধস , তা আসন্ন বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বারের জন্য রাজ্যের শাসনভার পাবে না কি রাজ্যে বিজেপির শক্তি বৃদ্ধির ফলে বিজেপি শাসিত রাজ্য হবে। তা নিয়ে প্রশ্ন জনগণের মধ্যে, সে কারনেই পাখির চোখ ২১শের বিধানসভা নির্বাচনে। একদিকে তৃণমূলের পার্টিঅফিস দখল, কোথাও পার্টিঅফিসে আগুন, অন্যদিকে হাজার হাজার মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান, তৃণমূলকে একপ্রকার কোণঠাসা করে তোলে। তৃণমূলের পতন আর বিজেপির উত্থান রাজ্য রাজনীতিতে ইতিমধ্যে তোলপাড় শুরু করেছে।
116 12,89,834