সেখ সামসুদ্দিন ,
মেমারি ২ ব্লকের বিজুর ১ গ্রাম পঞ্চায়েতে আজ চলে দুয়ারে সরকার বিশেষ ক্যাম্প। চৌদ্দটি স্টলে এগারোটা প্রকল্পের সুবিধা প্রদান করা হয়। সম্পূর্ণ মেলা তলার মত পরিবেশে গ্রামের মানুষজন এসে যার যা প্রয়োজন আবেদন করছেন। প্রধান ঝর্ণা রায়, উপপ্রধান আসফার মোল্লা সহ সদস্যরাও ময়দানে ঘুরে ঘুরে তদারকি করছেন ও স্বাক্ষর দিচ্ছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের নথিভুক্ত আদিবাসী শিল্পীরা গান ও নৃত্য করেন। এদিন প্রধান উপপ্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন মেমারি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুরমু ও জেলা তৃণমূল নেতা বাপ্পাদিত্য ব্যানার্জী। প্রধান জানান প্রথম দিনের শিবিরে এগারোশো মানুষ এবং এদিনেও প্রায় এগারোশো পরিবার বিভিন্ন প্রকল্পের জন্য এসেছেন, তবে স্বাস্থ্যসাথীর চাহিদা বেশি।
103 12,89,834