আমার স্বপ্ন,
স্বপ্না ব্যানার্জ্জী,
বলো বন্দী, তোমার শেষ ইচ্ছে কি ?
এক মায়াবী কন্ঠ দিগন্ত ভেদী শব্দ,
যেন শুধু শোনার অপেক্ষায়,
তারপর সমস্ত ঘৃণা, বিদ্বেষ ছুড়ে দেওয়া হবে
বন্দী পুরুষের উপর,
পুরুষের কান্না কখনো দেখেছো, নারী,
যে পুরুষের হাত পা সংসার আর বাবা মা এর
ভালোবাসার শৃঙ্খলে শৃঙ্খলিত,
পেরেছো কি নারী তার আশার আকাশ ছুঁতে,
হয়েছো কি কখনো নুড়ি পাথর,
জানতে চেয়েছো কি পাহাড়ের কষ্ট কত ?
বসন্তের মুখে কখনো দেখেছো কি বসন্তের ক্ষত ?
চৈতালী চাঁদ ডুবে যাওয়ার পর কোনো শুক্লা পঞ্চমীকে স্পর্শ করেছো কি ?
নারী তোমার অত্যাচারে যে নিরীহ পুরুষ যন্ত্রনা করে সহ্য, এর চোখের জলের মূল্য তুমি জানবে কি করে,
যে নারী জন্ম দিয়েছে ঐ পুরুষটিকে কাকে দেখবে সে, আজ তাকে নিষ্ঠুর জল্লাদের হাতে হচ্ছে ক্রুশ বিদ্ধ, তোমার কি মনে একটুও হয় না ঐ পুরুষ ছাড়া তুমি অধুরা,
অনেক নারী যারা পুরুষের হাতে লাঞ্ছিত তারা তো কষ্টেই আছে,
কিন্তু হে নারী ভালোবাসো তোমার সঙ্গীকে?
বট গাছ যেমন ছায়া দেয়, অক্সিজেন দেয়, বাড়ির বড়রা ঠিক তেমনি, বিচার করো নারী,
নিজেকে শুধরে নাও, সুস্থ সংসার গড়ে তোলো……