জ্যোতিপ্রকাশ মুখার্জি ,
আসন্ন বিধানসভা ভোটে মমতা ব্যানার্জ্জীর মূল হাতিয়ার উন্নয়ন ও জনসংযোগ। ইতিমধ্যে গত দশ বছরের উন্নয়নের ‘রিপোর্ট কার্ড’ প্রকাশিত হয়েছে। তিনটি জনসংযোগমূলক কর্মসূচির পর শুরু হয়েছে ‘বঙ্গধ্বনি যাত্রা’।
‘বঙ্গধ্বনি যাত্রা’ সফল করার জন্য ‘রিপোর্ট কার্ড’ হাতে নিয়ে ১৬ ই ডিসেম্বর পূর্ব বর্ধমানের গুসকরা পৌরসভার ৩ ও ১০ নং ওয়ার্ডের বাসিন্দাদের সামনে হাজির হলেন গুসকরা পৌরসভার প্রশাসকমণ্ডলীর মনোনীত সদস্য তথা শহর তৃণমূল সভাপতি কুশল মুখার্জ্জী। সঙ্গে ছিলেন প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন গীতারাণী ঘোষ ও অন্যতম সদস্যা রত্না গোস্বামী, জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবব্রত শ্যাম, শহর যুব তৃণমূল সভাপতি কার্তিক পাঁজা সহ সংশ্লিষ্ট ওয়ার্ড দুটির নেতা-কর্মীরা।
কুশল বাবুদের সামনে পেয়ে দুই ওয়ার্ডের বাসিন্দারা খুব খুশি। তারা নিজ নিজ এলাকায় কি কি উন্নয়ন হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে উন্নয়নের অবকাশ আছে সেটা তাদের সামনে তুলে ধরেন।
পরে কুশল বাবু বলেন – এলাকায় প্রচুর উন্নতি হলেও কয়েকটি ক্ষেত্রে ঘাটতি থেকে গেছে। দিদি মমতা ব্যানার্জ্জী এবং ‘দাদা’ অনুব্রত মণ্ডলের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা দ্রুত সেই সব ঘাটতি পূরণ করব।