উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়
, জয়নগর : রাজ্যে করোনার সংক্রমণ বেড়ে চলেছে। আর তাই রাজ্য সরকার সপ্তাহে ২ দিন করে সম্পূর্ণ লক ডাউনের ঘোষণা করেছিল।সেই মতো বৃহস্পতি বার প্রথম সম্পূর্ণ লকডাউনের পর শনিবার ছিলো দ্বিতীয় লকডাউন।এদিন জয়নগর, বকুলতলা,কুলতলি সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেলো দোকান পাঠ থেকে শুরু করে , বাজার, হোটেল,বিডিও অফিস সহ সরকারি অফিস, ব্যংক, পেট্রোল পাম্প এমনকি গণ পরিবহন বন্ধ। বিনা প্রয়োজনে রাস্তায় বেরিয়ে এদিন পুলিশের সামনে কান ধরে উঠবোস থেকে শুরু করে নানা ধরনের শাস্তির মুখে পড়তে হয়েছে বহু মানুষ কে।কুলতলি ও জয়নগরের রাস্তায় বার হয়ে পুলিশের কাছে কারণ ব্যাখা করতে দেখা গেল অনেক কে।তবে এদিন রাত পর্যন্ত লকডাউন ভাঙার অপরাধে জয়নগরে ১০ জন ও বকুলতলায় ৪ জন কে গ্রেফতার করেছে পুলিশ।বারুইপুর পুলিশ জেলা সূএে জানা গেল, এ দিন রাত পর্যন্ত এই পুলিশ জেলার অধীন বারুইপুর ও ক্যানিং মহকুমা এলাকার থানা গুলি থেকে ১০২ জন কে লকডাউন আইন ভঙ্গ কারী হিসাবে গ্রেফতার করা হয়েছে।পুলিশ প্রশাসন, সিভিকদের রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে ডিউটি করতে দেখা গেল।