সুরজ প্রসাদ ,
বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষ। সংঘর্ষের ঘটনায় মৃত্যু হল এক বন্দির। মৃতের নাম বাবু সেখ(৩০)। সে মাদক কেসে অভিযুক্ত হয়ে বিচাধীন বন্দী ছিল বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে ৷
জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি বলেন
ঘটনায় অভিযুক্ত মিঠুন শীল।সে দমদম সংশোধনাগার থেকে বর্ধমানে স্থানান্তরিত হয়েছিল সে সাত বছরের সাজাপ্রাপ্ত বন্দি।গুরুতর জখম বাবু সেখকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়। সংশোধনাগারের ক্যান্টিনে গোলমালে হয় বন্দিদের। সেখানেই এই ঘটনা ঘটে।মৃতের বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রামে।
পুলিশ সুপার ভাস্কর মুখার্জি বলেন সেহেতু সে সাজাপ্রাপ্ত বন্দী সেই জন্য বেশ কিছু আইনী জটিলতার কারণে তাকে এখুনি গ্রেপ্তার করা হয় নি।তবে পুরো ঘটনায়
যথাযথ তদন্তর দাবি করেছেন অনেকেই।
147 12,89,834