সালানপুর ব্লকের আছাড়া ও হরসাডি গ্রামে বঙ্গধনী যাত্রা অভিযানে বারাবনি বিধায়ক:-
কাজল মিত্র ,
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১১ই ডিসেম্বর বঙ্গধনী যাত্রা কর্মসূচির শুভ সূচনা করা হয় বারাবনি বিধান সভায়।তারই পরিপ্রেক্ষিতে
সোমবার দিন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় সালানপুর ব্লকের আছড়া ও হরসাড়ি গ্রাম গিয়ে গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা শুনেন তাছাড়া রাজ্য সরকারের ৪১টি প্রকল্পের মাধ্যমে তারা উপকৃত হচ্ছেন কি না তা খোঁজখবর করেন।গ্রামের মানুষজন ফুলের মালা পরিয়ে গ্রামে স্বাগতম জানান।মূলত এই গ্রাম গুলিতে সাধারণ মানুষের সমস্যা হলো পানীয় জলের এবং বাড়ির।
বিধায়ক বিধান উপাধ্যায় গ্রাম বাসীদের আশ্বাস দেন খুব দ্রুত তাদের জলের সমস্যা দূর হয়ে যাবে।
কারণ ডালমিয়া জল প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে,কয়েক মাসের মধ্যে প্রকল্পের কাজ হয়ে পড়বে তাহলে সালানপুর ব্লকের বিভিন্ন গ্রামে গঞ্জে মানুষের জলের সমস্যার সমাধান হয়ে যাবে।তাছাড়া খুব দ্রুত আছড়া ও হরসাডি গ্রামে সব মার্শালের ব্যাবস্থা করে দেওয়া হবে এবং এই গ্রাম দুটিতে কিছু বাড়ি রয়েছে যাদের বাড়ি নেই বললেই চলে তাদের খুব দ্রুত গ্রাম পঞ্চায়েত মাধ্যমে জিও ট্যাগে নাম পাঠিয়ে তাদের বাড়ির ব্যাবস্থা করা হবে।তিনি আরো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও আমি সর্বদায় মানুষের পাশে রয়েছি আমি নেতা বা বিধায়ক হয়ে থাকতে চাইনা আমি গ্রামের ছেলে ঘরের ছেলে হয়ে থাকতে চাই।তাছাড়া এই দিন বঙ্গধনী যাত্রা অভিযানে বিধায়ক বিধান উপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরো অনেকে।
118 12,89,834