শুভ ঘোষ ,
দিল্লী বিক্ষোভের আঁচ এবার কলকাতায়,পথে নামলো অখিল ভারতীয় কিষান সংঘর্ষ সমন্বয় সমিতি।
বিক্ষোভ শুরু হয়েছিল পাঞ্জাব-দিল্লি সীমান্ত থেকে,আধামাসের মধ্যেই কার্যততা গোটা দেশে ছড়িয়ে পড়েছে।সেই বিক্ষোভের আঁচ এসে পড়লো এবার কলকাতার রাজপথে। কৃষিবিলের প্রতিবাদে কৃষকদের পশে দাঁড়িয়ে আগামী 16 ই ডিসেম্বর অখিল ভারতীয় কিষান সংঘর্ষ সমন্বয় সমিতির ডাকে এক সমাবেশ আয়োজিত হচ্ছে,সমাবেশ শেষে বিতর্কিত কৃষিবিল বাতিলের দাবিতে রাজ্যপালকে কে ডেপুটেশন ও জমা দেওয়া হবে সংঘঠনের পক্ষ থেকে।বিভিন্ন জেলা থেকে হাজারেরও বেশি কৃষকরা মিলে শিয়ালদা থেকে রাজভবন পর্যন্ত তারা একটু পদযাত্রা করবেন।বিতর্কিত কৃষিবিল সহ নয়া বিদ্যুৎ বিলের প্রতিবাদে এদিন পদযাত্রায় উপস্থিত থাকবেন সর্বভারতীয় কৃষকমঞ্চের নেতা হান্নান মোল্লা সহ একাধিক নেতারা।
147 12,89,834