সেখ সামসুদ্দিন,
মেমারি শহর তৃণমূল সংখ্যালঘু সেলের আহবানে শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে বিজেপির বিভেদ নীতির বিরুদ্ধে এবং মমতা ব্যানার্জিকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে মেমারি পুরাতন বাসস্ট্যান্ডে একটি পথসভা করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী, সহসভাপতি আশীষ ঘোষ দস্তিদার, মেমারি 1 ও 2 তৃণমূল শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক, জেলা ছাত্র সহ-সভাপতি মুকেশ শর্মা, মেমারি শহর জয় হিন্দ বাহিনীর সভাপতি অজিত সিং, জেলা তৃণমূল নেতা স্বপন ঘোষাল, জেলা নেতা ফাত্তার কয়েল, জেলা তৃণমূল সংখ্যা লঘু সেলের সভাপতি ডাক্তার আশরাফ উদ্দিন, মেমারি 1 ব্লক যুব সভাপতি জিতেন্দ্র সিং, মেমারি পৌরসভার সহ প্রশাসক সুপ্রিয় সামন্ত, মেমারি শহর সংখ্যালঘু সেলের সভাপতি ফারুক আব্দুল্লা সহ অন্যান্য নেতৃত্ব । এদিনের সভায় বক্তব্যে কেন্দ্রীয় সরকারের কৃষিবিলের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানানো হয় এবং একইসঙ্গে রাজ্যে মমতা ব্যানার্জি সরকারের দশ বছরের কাজের রিপোর্ট কার্ড সকলের হাতে তুলে দিয়ে রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আগামী বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে আবার ক্ষমতায় নিয়ে আসার আহ্বান জানানো হয়।