সাধন মন্ডল
বাঁকুড়া, রবিবার :- দুয়ারে সরকার প্রকল্পে প্রশাসনের আধিকারিক বৃন্দ পৌঁছে যাচ্ছেন এলাকার শতবর্ষ পার হওয়া ভোটারদের দরজায়। আজ সারেঙ্গা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিদ আলম খাতড়া মহাকুমার ডি এম ডিসি নির্মাল্য বাগচীকে নিয়ে সারেঙ্গা ব্লকের আমঝোর গ্রামের লক্ষ্মীমণি টুডু, বোতা গ্রামের নীলমণি মান্ডি, ও কুমোরপুর গ্রামের মতিবালা সিংহ মহাপাত্রের কাছে হাজির হন এবং তাদের এই বয়সে সমস্যার কথা জানতে চান। তাদের সাথে কথা বলে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন ও স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছ থেকে নিয়ে আসেন এবং আগামী সপ্তাহের মধ্যেই তাদের হাতে স্বাস্থ্য সাথী কার্ড তুলে দেবেন বলে জানালেন সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিদ আলম।