অর্ণব রায় ,
কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে ৭ ই ডিসেম্বর অপরাহ্নে পূর্ব বর্ধমান জেলা আই. এন. টি. টি. ইউ. সি এর উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি প্রতিবাদ সভা। বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায় এই সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য আই. এন. টি. টি. ইউ. সি এর সভাপতি দোলা সেন। এছাড়াও ছিলেন রাজ্যের মন্ত্রী ও জেলা তৃণমূল সভাপতি স্বপন দেবনাথ, জেলা পরিষদ সভাধিপতি শম্পা ধাড়া, সহসভাপতি দেবু টুডু সহ একাধিক জেলা নেতৃবৃন্দ। এদিন রাজ্যের পাওনা জি. এস. টি, আম্ফানের ক্ষতিপূরণ, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, রাষ্ট্রায়ত্ব সংস্থার বেসরকারিকরণ ও কৃষি আইনের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করে শাসক দলের শ্রমিক সংগঠন। এদিন বর্ধমানের এই সভায় শ্রমিকদের উপস্থিতর হার ছিল উল্লেখযোগ্য। জেলা সংগঠন সূত্রের খবর সারা ভারত তথা বাংলার কৃষক, শ্রমিকদের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে গন আন্দোলন গড়ে তুলতে আজকের এই সভা অনুষ্ঠিত হয়।
148 12,89,834