আমিরুল ইসলাম,
অবৈধ মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল ভাতার থানার পুলিশের।
গতকাল রাত্রে ভাতার থানার পুলিশ ভাতারের নতুনগ্রামে অবৈধ মদের বিরুদ্ধে অভিযান চালায়।প্রচুর মদের সামগ্রী ও মদসহ তিন জনকে গ্রেফতার করেছে ভাতার থানার পুলিশ।
ধৃত ব্যক্তিদের নাম শ্যামসুন্দর রায় নিতাই রায় ও দীনবন্ধু রায়। এদের সকলেরই ভাতারের নতুনগ্রামে ।
আজ তাদের পাঠানো হচ্ছে বর্ধমান আদালতে।তাদের কাছ থেকে 60 লিটার চোলাই, মদ উদ্ধার করেছে ভাতার থানার পুলিশ।পাশাপাশি প্রায় ১২০ লিটার মোদের সামগ্রী উদ্ধার করেছে ভাতার থানার পুলিশ।
ভাতারের শেখ উজ্জ্বল জানান, ভাতার থানার পুলিশ অবৈধদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে আমরা পুলিশকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের থানার বড়বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই।
পুলিশ সূত্রের খবর এই অভিযান আগামীতেও চলবে।