সেখ সামসুদ্দিন,
বর্ধমান জেলা পরিষদের পক্ষে রাস্তা তৈরী হচ্ছে শিক্ষানিকেতন এলাকায়, তার জন্য ৩ কিমি দুরে পাল্লারোড হাসপাতালের সামনে পাল্লা রসুলপুর মূল রাস্তার উপর মেশিন পত্র নিয়ে চলছে পাথর ও বালি দিয়ে মিক্সিংয়ের কাজ, যা লোড হয়ে যাচ্ছে শিক্ষানিকেতন এলাকায়। প্রশাসনের কোনো রকম অনুমতি ছাড়াই মূল রাস্তার উপর বেআইনি ভাবে কাজ চলায় তৈরী হচ্ছে নানা সমস্যা। হাসপাতালে আসা মানুষ থেকে সরকার আপনার দুয়ারে প্রোগ্রামে আসা বহু মানুষ এদিন ছোট ছোট দূর্ঘটনায় পড়েন রাস্তার উপর চলা এই বেআইনি কাজের জন্য। রাস্তার ৭৫% অংশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বালি পাথর। স্থানীয় মানুষের বিক্ষোভের সৃষ্টি হয় এদিন এই কারণে। কন্ট্রাক্টর ঘটনাস্থলে এলে তিনিও বিক্ষোভের মুখে পড়েন। যদিও তিনি কার থেকে অনুমতি নিয়ে রাস্তার উপর এই মেশিনপত্র বসিয়েছেন তার উত্তর দিতে পারেননি। ২৪ ঘন্টার মধ্যে রাস্তা পরিস্কার করার কথা দিলে অবশেষে বিক্ষোভ থামে।