কাজল মিত্র ,
, স্কুল শিক্ষকের আত্মহত্যা, ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বিদ্যালয়েরই ক্লাস রুমে।আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত সবনপুর গ্রামের সবনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ত্রিষ্ণেন্দু সিংহ (৩৬) বারাবনী ব্লকের পাঁচগাছিয়ার বাসিন্দা।গত বছর ডিসেম্বর মাসে সবনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের দায়িত্ব নেন। খবর সুত্রে জানা যায়, সবনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ভোটার কার্ড আবেদন ও সংশোধনের কাজ করছিলেন তিনি।সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরাতে পরিবারের লোকেরা সবনপুর গ্রামে খোজ করেন এবংং বহু খোজাখুজির পর স্কুলের ভেতরে গিয়ে দরজা খুলে দোতালা ক্লাস টু এর রুমে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী । শনিবার দুপুরের এই ঘটনায়, খবর দেওয়া হয় কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশকে। ঘটনাস্থলে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ এসে শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।পরিবারের তরফে জানানো হয়, সম্প্রতি চুপচাপ থাকত, নিজের কাজ নিয়ে মানসিক চিন্তায় ভুগছিল সে। তাই হয়তো এই পথ বেছে নিলেন।কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
127 12,89,834