সুভাষ মজুমদার
তারকেশ্বর ইদুজ্জোহা সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল তারকেশ্বর শহীদ ভগৎ সিং সভা ঘরে, মূলত ১ আগস্ট ইদুজ্জোহা কে সামনে রেখে সোশ্যাল ডিসটেন্স অনুযায়ী নিজ নিজ ঘরে নামাজ পড়া এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় ৷ উপস্থিত ছিলেন হুগলী জেলা গ্রামীন পুলিশের ডি এস পি হেডকোয়ার্টার অরিন্দম দাস,সি আই তারকেশ্বর বরুন ঘোষ,তারকেশ্বর ওসি সমর দে, পৌর প্রশাসক স্বপন সামন্ত তারকেশ্বর ব্লক টাউন সহ মসজিদের দায়িত্বে থাকা ইমাম সাহেব সহ অন্যান্য বিশিষ্টজনেরা ৷