সাধন মন্ডল
মাঠে চাষের কাজ করতে গিয়ে একসঙ্গে বাজ পড়ে মৃত্যু হল বাবা ও ছেলের। মাঠে কাজ করার সময় হঠাৎ বৃষ্টি এলে মাঠের একটি খেজুর গাছের তলায় আশ্রয় নিলে কিছুক্ষণ পর খেজুর গাছে হঠাৎ বাজ পড়ে সঙ্গে সঙ্গে বাবা ও ছেলে লুটিয়ে পড়েন। মাঠে থাকা অন্যান্য লোকজন বুঝতে পারেন যে খেজুর গাছের তলায় সাগর বাবু ও তার ছেলে ছিল তারা লুটিয়ে পড়েছে সঙ্গে সঙ্গে গ্রামের লোকজন সেখানে হাজির হয়ে তাদের তালডাংরা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তিরা হলেন সাগর ঘোষ (৬০)ও দুলাল ঘোষ (৩৫)তালডাংরা র তুলদেড়িয়া গ্রামের ঘটনা। পুলিশ মৃতদের দুটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবেন বলে জানা যায়। একই সঙ্গে পিতা পুত্রের মৃত্যুতে তুলদেড়িয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
122 12,89,834