এক দিন অন্তর অন্তর হওয়া এই লকডাউনে ক্ষতি বহু ফল ও শাকসবজি
কাজল মিত্র
: – রাজ্য সরকার একদিন অন্তর তিন দিনের লকডাউন ঘোষণা করেছিল,যার কারণে সমস্যাই পড়েছে বহু ব্যবসায়িক ফল বিক্রেতা থেকে সব্জি বিক্রেতা।কারন তারা বলেন একদিন এর এই ব্যবধানে পণ্যগুলির প্রচুর ক্ষতি হচ্ছে কারন ফল থেকে সব্জি রেখে দিলেই নষ্ট হয়ে যাচ্ছে।তার কারনে সেগুলি রাস্তায় ফেলে দিতে বাধ্য হচ্ছে এর ফলে বহু টাকার আর্থিক ক্ষতি হচ্ছে।
এদিন এক ফল বিক্রেতা দীপক কুমার ক্ষোভ প্রকাশ করে বলেন,
যে একদিন অন্তর হওয়া এই লকডাউনে করোনা আটকানো যাবেনা কিন্তু মানুষের আরো ক্ষতি হচ্ছে ।যদি লকডাউন করতেই হয় তাহলে টানা একমাসের লকডাউন করুক যেমন প্রথমে করা হয়েছিল।এইভাবে লকডাউন করলে একদিন সারাদিন বাজার বন্ধ থাকলেও পরের দিন বাজারে
মানুষের গাদাগাদি ভিড় লেগে যাচ্ছে ফলে করোনা সংক্রমনের ভয় রয়েছে ।
তাই এভাবে লকডাউনের ফলে তাদের যে ক্ষতি হচ্ছে ,প্রচুর ফল ,সব্জি নষ্ট হচ্ছে তা থেকে মুক্তি পাবে কারন ফল ও কাঁচা সব্জি রাখার কোন উপায় নেই।এর কারনে সব নষ্ট হয়ে পড়ছে।