কিছু কথা
অপূর্বা ঘোষ
কিছু কথা আজও না বলা,
রিক্ত মনে উদিত তবু আশার মেলা,
হারিয়ে যাওয়া সবকিছু ছিল না নিজস্ব কভু,
আছে যা আমার কাছে ওইটুকু যে আমার শুধু,
মলিন মন আঁখি শূন্য কাতর যেন ব্যথায়,
মন পাখি যে বড্ড কোমল কেমনে বা তাকে সামলাই,
চাওয়া-পাওয়া সবই যে নকল,
শূন্য হস্তে ফেরাব সবে ইহাই,যে শুধু আসল,
অভিনয়ে সেজেছি সবে তুমি আমি নির্বিশেষে,
ভালোর মুখোশ পড়ে নিলে ক্ষতি কোথায় নাই বা জড়ালে খলনায়কের বেশে,
মনমরা হয়ে রইবে বা কতদিন,
সংগ্রাম ইহা যে বড় কঠিন,
নামতে হবে যে সহসা বদনে,
রণক্ষেত্র ডাকছে দেখ আপন করে নাও আলিঙ্গনে,
বিষাদ ভুলিয়া তবে দেখ হর্ষের স্বপন এবার,
জয়ী না হলে একবারে তব চেষ্টা করবে বার বার।
113 12,89,834