হিমেল হাওয়া
শর্মিষ্ঠা মাজি
কুয়াশামাখা শিশিরের শব্দের প্রতিধ্বনিতে
জানালার কাচে চোখ মেলে দেখি
নবাগত শীতের একরাশ হিমেল
ঘষা কাচে আছড়ে পড়া কচি রোদের হাতছানিতে
যেন আদিগন্ত সর্ষেফুলের সৌরভ
মেখে চাষিরা চলেছে মাঠে
হেমন্তের ফসল তুলতে
মাঠভরা সোনালী ধানের ঘ্রাণে
মুখরিত চরাচর
দূরে নদীর বুকে কলকল বয়ে যায়
টলটলে কাচরঙা জল
মদির বাতাসে ভেসে ভেসে আসে
কড়াপাকের খেজুর গুড়ের সুবাস
দিন শেষে সন্ধ্যায়
নতুন চালে খেজুর গুড়ের সঙ্গমে
নবান্নের উৎসবে মাতবে সবাই।