কাজল মিত্র
করোনা সংক্রমণ এড়াতে কড়া লকডাউনের দ্বিতীয় দিনে চলছে সালানপুর ব্লক জুড়ে পুলিশ এর কড়া নিরাপত্তা।আর সেই নিরপত্তা দেখতে সালানপুর ব্লকের বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন সালানপুর থানার পুলিশ সহ রূপনারায়নপুর পুলিশ। এদিন বাজারে যারা অযথা কোন জরুরি কাজ ছাড়াই ঘুরে বেড়াচ্ছে তাদের ধরে কেস দেওয়া হচ্ছে ।আর এই কেস থেকে ছাড় পেলো না শাসক দলের সালানপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিজয় সিং ওরফে ভোলা।এদিন ভোলা সিং জানান – ” বাড়ির একটি খুব দরকারি কাজে বেরিয়েছিলেন।কিন্তু নিয়ম ভঙ্গ হওয়ায় জলটাঙ্কি মোড়ের কাছে পুলিশ তার গাড়ি আটক করেন এবং ২০০ টাকা জরিমানা করেন রূপনারায়নপুর এর এক আধিকারিক” । তবে তাঁকে কোর্টে গিয়ে এই জরিমানা ভরতে হবে। তিনি বলেন -“আইন সবার জন্য সমান,কারন আমি মনে করি রাজনৈতিক নেতা বা যেকো ন আধিকারিক সকলকেই আইন মেনে চলা উচিত। আর সকল বিধি মেনে চললে আমরা খুব তাড়াতাড়ি এই মহামারী থেকে মুক্ত হতে পারব”।
112 12,89,834