আমিরুল ইসলাম ,
পূর্ব বর্ধমান জেলার ভাতারের বামুনারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পানুয়া গ্রামে জমি সংক্রান্ত বিবাদ চলছিল দীর্ঘদিন ধরে। বুধবার একপক্ষ মাঠের জমিতে ধান কাটতে গেলে দুই পরিবারের ব্যাপক মারপিট ঘটে। এতে আহত হয় তিনজন এলাকাবাসী ।ঘটনাস্থলে যায় ভাতার থানার পুলিশ।পানুয়া গ্রামের বাসিন্দা খন্দকার জাকির হোসেন জানান -“আমরা পঞ্চাশ বছরের বেশি সময়কাল ধরে যে জমিতে ধান চাষ করছি, আজকে হঠাৎ করে আমার কাকার ছেলে সৈয়দ হাসান ও সৈয়দ আলী হোসেন, ধান কাটতে বাধা দেয়। আমরা ধান কাটতে গেলে লাঠিসোটা নিয়ে আমাদের উপর চড়াও হয়। আমাদেরকে ব্যাপক মারধর করে। আমাদের তিনজন গুরুতর আহত আমরা লিখিত অভিযোগ জানাবো ভাতার থানায়”।অপরদিকে সৈয়দ হাসান জানান -‘ওই জমিতে আমাদের বাবার অংশ আছে ।আমরা এ বিষয়ে কোর্টে মামলা করেছি। জমিতে বর্তমানে কোন কাজ করার যাবেনা বলে নিষেধ রয়েছে । তা সত্বেও ওরা ধান কাটতে গিয়েছিল আমরা বাধা দিয়েছি, কাউকে মারধর করিনি”।পুলিশ সূত্রে খবর এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ থানায় জমা পড়েনি।তবে দুপক্ষ কে সংযত থাকতে বলা হয়েছে।