সংবিধান সংরক্ষণ করার উদ্দেশ্যে
কুলটিতে সভা
কাজল মিত্র
:- কুলটি বিধানসভা কেন্দ্রের রানিতলা মোড়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাংবিধানিক বাঁচাও সভার আয়োজন করা হয়েছিল। এই উপলক্ষে বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতারা সংবিধান রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রীয় সরকার বিজেপির বিরুদ্ধে আন্দোলন ও ঐক্যবদ্ধ হওয়ার আশ্বাস দেওয়া হয়। এই উপলক্ষে উজ্জ্বল চ্যাটার্জী বলেন যে আমাদের সংবিধান কে বিজেপির হাত থেকে রক্ষা করতে হবে।এই সরকার সংবিধান পরিবর্তন করার চেষ্টা চালাচ্ছে। প্রত্যেককে নিজেদের অধিকার এর স্বার্থে সংবিধান রক্ষার অঙ্গীকার নিতে হবে। এ উপলক্ষে সভায় মূলত পৌর কর্পোরেশন প্রশাসক বোর্ডের সদস্য দেবেন্দু ভগত, মহেশ্বর মুখার্জি, প্রেম নাথ সাও, কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবন মুখার্জি, প্রাক্তন কাউন্সিলর সরোজ কর্মকার,মহিলা নেত্রী মৌমিতা সেন গুপ্ত, ছাত্রনেতা যতিন গুপ্ত এবং অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।