খায়রুল আনাম
বীরভূম : বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সিউড়ীর জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের উপরে হামলা হচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। তবে, সবচেয়ে বড় হামলার ঘটনাটি ঘটেছে বোলপুর থানার বাহিরী নিমতলা মোড়ে। সেখানে বিজেপি কর্মীদের উপরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা হয় বলে অভিযোগ। আহত কয়েকজন বিজেপি কর্মীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। এদের মধ্যে অভিজিৎ মণ্ডল নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছিয়েছে। সিউড়িতে দিলীপ ঘোষকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। বিজেপির এক প্রতিনিধি দল ঘটনাস্থলে এবং হাসপাতালে আহতকে দেখতে আসতে পারেন বলে জানা যাচ্ছে। বিজেপি কর্মীরা প্রথমে পিছু হটলেও পরে তারা প্রতিরোধে নামে। বাঁশ, লাঠি নিয়ে এবার এলাকা দাপাতে শুরু করেছে বিজেপি কর্মীরা। কাঁদানে গ্যাসের সেল নিয়ে প্রস্তুত রয়েছে পুলিশ যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য।