খায়রুল আনাম,
বীরভূম : রাজনীতিতে গড় বলে কিছু থাকে না। এক সময় এ রাজ্যকে সিপিএমের গড় বলা হতো। এখন আর এখানে সিপিএম নেই। একটা লোকসভার আসনও জিততে পারে না। কংগ্রেসও তার গড় হারিয়েছে। তাই এখন একজন অন্ধ আরেকজন ল্যাংড়ার কাঁধে ভর দিয়ে চলছে। এজেলায় পুলিশ প্রশাসন তৃণমূলের কথায় ওঠবোস করছে। আজ সিউড়ীতে প্রকাশ্য সভা রয়েছে বিজেপির। তার আগে সকালে চায়ে পে চর্চায় যোগ দিয়ে খেজুরের রস খেয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।