খায়রুল আনাম (সম্পাদক আয়না টেলি নিউজ)
আজ দিলীপ ঘোষের সভা ঘিরে উত্তেজনা বাড়ছে জেলায়
বিধানসভা ভোটের প্রস্তুতি পর্বের মতোই জেলা বীরভূমে শাসক তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপির মধ্যে ইতিমধ্যেই রাজ্যের অন্যান্য জায়গার মতো বীরভূম জেলায় রাজনৈতিক দ্বৈরথ শুরু হয়ে গিয়েছে। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ সম্পর্কে যে মন্তব্য করেছেন, ইতিমধ্যেই তা নিয়ে রাজনৈতিক তর্জা শুরু হয়ে গিয়েছে। অনুব্রত মণ্ডল মন্তব্য করেছেন যে, দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে এলে তাঁকে স্বাগত জানিয়ে তৃণমূল কংগ্রেসে নেওয়া হবে। তবে, তার আগে তাঁকে ডোবার জলে চুবিয়ে স্যানিটাইজ করে নেওয়া হবে। ওনারা গোবর ভালোবাসেন তাই, গোবর মাখিয়ে শুদ্ধ করে তৃণমূল কংগ্রেসে নেব। এমন কী তিনি জানিয়েও রেখেছেন যে, ২৫ নভেম্বর দিলীপ ঘোষ সিউড়িতে সভা করার পর দিনই তিনি কী করবেন, তা জানিয়ে দিবেন। উনার সভায় কত লোক হয় তা তিনি দেখে নিতে চান। এ নিয়ে বিগত কয়েক দিন ধরেই রাজ্য-রাজনীতিতে জোর চর্চ্চা চলছে। এরই মধ্যে আজ বুধবার অনুব্রত মণ্ডলের গড় সিউড়িতে প্রকাশ্য জনসভা করতে আসছেন দিলীপ ঘোষ। বিজেপির পক্ষ থেকে অবশ্য এখন বলা হচ্ছে, তাঁরা সিউড়ির জেলা স্কুল মাঠে দিলীপ ঘোষকে নিয়ে বিক্ষোভ সমাবেশ করবেন। সিউড়ির জেলা সার্কিট হাউস ও চাঁদমারি ময়দান থেকে বিজেপি কর্মীদের বিশাল মিছিল শহর মাতিয়ে জেলা স্কুল মাঠে আসবে। বিজেপির একাধিক রাজ্য নেতা এবং জেলা নেতারাও সেখানে থাকবেন। এদিন দিলীপ ঘোষ এখানে এসে কী বলেন, তা নিয়েই তৈরী হয়েছে কৌতূহল এবং চড়ছে রাজনৈতিক পারদও। ইতিপূর্বে দেখা গিয়েছে, লাভপুরে যে মাঠে বিজেপি সভা করার প্রস্তুতি নিয়েছিল, সেই মাঠ সভার আগের রাত্রে কে বা কারা জল দিয়ে ভরিয়ে দেওয়ার ফলে বিজেপি আর সভা করতে পারেনি। তাই বিজেপির আজকের সিউড়ির বিক্ষোভ সমাবেশকে ঘিরে অনিবার্যভাবেই উত্তেজনা বাড়ছে।।