তুই তো আমার রে,
স্বপ্না ব্যানার্জ্জী,
আমি একটু হাসি খুশি থাকি সহ্য হয় না রে সেটা তোর ?
ফেসবুকে আলাপ বিস্তার এবং মন দেওয়া নেওয়ার এই পরিনতি।
কি আছে তোর কাছে ? কেন পারিনা তোকে ছেড়ে থাকতে ?
তুই কিছু বলবি তো, আমার মন খারাপের উুঁকি ঝুঁকি চলতে থাকে সারাদিন,
সত্যি বলছি মনে পড়ে যায় সেই দিনগুলো
দেখেনি তো তোকে কখনো তবুও……..
এই যে তুই আর আমি পার্কে গেলাম, কত ফুলের গাছ, তুই নাচ করলি, জড়ালি কোমর বাহুবেষ্টনী বরাবর, মনে পড়ে রে তোর এসব,
ফুলেল হাসিতে মরালী ঝর্ণা ছড়ালে সত্যি বলছি মন থেকে বুক জ্বালা করে,
মাখো মাখো আদরের দোলা দিস, আবার নেই কারনে লাগিয়ে দিস খুঁচখাঁচ,
তুই তো আমার ধার ধারিস না,
তোর বুকে জ্বালা করে যদি আমার ত্বরে তো জেলুসিল খেয়ে নিস,
তোর শরীরের উগ্র পারফিউমের গন্ধ আর হা হা হা হাসির জন্য আমার আর জেলুসিল লাগে না,
এই উষ্ণতা টুকু পেলেই আমি কাটিয়ে দেবো বাকী জীবন,
আর ফেসবুকে দেবো লেটেস্ট আপডেট প্রোফাইল পিকচার টা……….