সাধন মন্ডল
রাজ্যে করোনা আক্রমণ ঠেকাতে রাজ্যজুড়ে শুরু হয়েছে সাপ্তাহিক লকডাউন। এই সাপ্তাহিক লকডাউন এর প্রথম দিনেই কড়া হাতে পালন করল জেলা পুলিশ প্রশাসন। জঙ্গলমহল থেকে জেলা সদর শহর সর্বত্রই ছিল পুলিশের কড়া নজরদারি। কোথাও কোন রকম ফাঁক রাখতে চাননি পুলিশ প্রশাসন। সকাল থেকে রাত পর্যন্ত রাস্তায় ও মোড়ে মোড়ে ছিল পুলিশি টহল, খোলেনি কোন দোকানপাট চলেনি যানবাহন খোলা ছিল শুধু ওষুধের দোকান। অযথা রাস্তায় যারা বেরিয়েছেন তারা পুলিশের নজরে পড়লে রাস্তায় বের হওয়া যথাযথ কারণ দর্শাতে না পারলে তাকে সেখান থেকেই ফিরে যেতে হয়েছে কোথাও পুলিশের অনুরোধে আবার কোথাও পুলিশের ধমকে। জঙ্গলমহলের সারেঙ্গা, রায়পুর রানিবাঁধ, সিমলাপাল, তালডাংরা সর্বত্রই ছিল একই চিত্র। এই লগ ডাউন এই সপ্তাহে শনিবার ও আগামী সপ্তাহে বুধবার চলবে বলে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। এখন দেখার বিষয় আগামী লক ডাউনের দিনগুলো যদি এভাবেই পালন করা যায় তাহলে হয়তো ভয়াবহ করোনা কে ঠেকানো সম্ভব হবে।লকডাউনের প্রথম দিনে পুলিসের ভূমিকার ভূয়শী প্রশংসা করেন সাধারণ মানুষ।
107 12,89,834