আর একটু থাকো
দীপঙ্কর চক্রবর্ত্তী
রইল পরে আপন স্বজন,তুমি চললে কোথায়
তোমার শোকে বিশ্ব ভূবন,ধরবে কে ছাতা মাথায়।
কত দিনের আত্বীয়তা,ভুলতে পারি না যে
মনের কোনে তোমার স্মৃতি চোখের জলে ভাসে।
পিতা,তুমি স্বামী তুমি,বন্ধু তুমি আজো
মনে মনে রচনা করি নতুন করে ভাসো।
তোমার চলে যাবার পরে সবার চোখে জল
সবার মনে একটি কথা বাবলু মনের বল।
আর কি পাবো তোমার সাথে কবির খাতার পরশ
তুমি থাকবে বিশ্ব মাঝে সবার রামধনুর ঐ আসর।।
( নিমতলার কবি বাবলু হাজরা স্মরণে)
117 12,89,834