ভাই ফোটা,
স্বপ্না ব্যানার্জ্জী,
প্রতি বছর ভাই ফোটার দিনে
দিচ্ছে বোন ফোটা
আনন্দ আর খুশিতে বোন বলে
যমের দুয়ারে দিলাম কাঁটা
ভাইয়ের দেওয়া দূর্বা ধানে
বোনের ভাগ্যে সুফল আনে
সবুজ ঘাসের শস্য সোনায়
যেমন শিশির বিন্দু
ভাই বোনের অটুট বাঁধন
যেন সাগর সিন্ধু
তাই ভাই দাদাকে ফোটা দিতে
একটি কথাই বলি
ভাইয়ের কপালে দিলাম ফোটা
যমের দুয়ারে পড়ল কাঁটা
যমুনা দেয় যমকে ফোটা
আমি দি আমার ভাইকে ফোটা।
252 12,89,834
এই গ্রুপে আমার নিজস্ব লেখা সবার সাথে শেয়ার করতে চাইছি। যদি সম্ভব হয় এড করে নিলে ভীষণ খুশি হবো।