খায়রুল আনাম
তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার সময় বীরভূম জেলায় সিপিএমের শক্ত ঘাঁটি নানুরও সিপিএমের হাত ছাড়া হয়েছিল। নানুর থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের গদাধর হাজরা। কিন্তু পরের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী বিভাজনের জেরে সিপিএমের শ্যামলী প্রধানের কাছে তিনি পরাজিত হন। সিপিএম পুনরুদ্ধার করে তাদের হারানো এই আসনটি। তৃণমূল কংগ্রেস গদাধর হাজরাকে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে তাঁকে ” সান্ত্বনা” দেয় বলে বলা হয়। কিন্তু পরবর্তীতে গদাধর হাজরা বিজেপি-তে নাম লেখানোর পরে আর প্রকাশ্যে আসেননি। এবার বীরভূম জেলা যুব কংগ্রস সভাপতি হিসেবে নানুরের বিধানচন্দ্র মাঝি-কে মনোনীত করে তৃণমূল কংগ্রেস আবার নানুরকে প্রাধান্য দিলো বলে মনে করা হচ্ছে।।
123 12,89,834